বর্তমান বার্তা ডট কম / ২২ জুন ২০১৬ / গুপ্তহত্যা জঙ্গিবাদ নির্মূলে জনগন পুলিশকে সহযোগীতা করলে দেশে গুপ্তহত্যা জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব। গুপ্তহত্যা জঙ্গিদের বিরুদ্ধে জনগনকে সচ্ছার হতে হবে। জনগন প্রতিরোধ সৃষ্টি করলে  এদেশে এসব অপরাধ কর্মকান্ড নির্মূল করা পুলিশের জন্য সহজ হবে। গতকাল বুধবার নারায়ণগঞ্জ বন্দর থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে নবনির্মিত কামতাল তদন্ত কেন্দ্র ভবন উদ্বোধন কালে প্রধান অথিতির বক্তব্যে অতিরিক্তি ডিআইজি ঢাকা, (চলতি দায়িত্ব)নারায়ণগঞ্জ পুলিশ সুপার ড. খন্দকার মহিতউদ্দিন এসব কথা বলেন। বন্দর উপজেলা উত্তরাঞ্চলের ৩ টি ইউনিয়ন এলাকার আইন শৃঙ্খলা উন্নয়নে ৩ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে গনপূর্ত  বিভাগের অর্থয়ানে ৯ তলা ভবন নির্মান করা হয়। বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, এসপি মহিবুল ইসলাম, এসপি জাকারিয়া, এএসপি লিমন রায়, এএসপি মাহাবুব, এএসপি ফরকান সিকদার, এএসপি বদরুল, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিবা, নারায়ণগঞ্জ গনপূর্ত বিভাগের প্রকৌশলী আবিদুল ইসলাম, বন্দর উপজেলা ৫টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  


Post a Comment

Disqus