বর্তমান বার্তা ডট কম / ২২ জুন ২০১৬ / বন্দরে ১ম শ্রেণীর ছাত্রী সাদিয়া আলতাফ নামে ৬ বছরের এক শিশুকে গলাটিপে হত্যা করেছে দুবৃত্তরা। গতকাল বুধবার সন্ধ্যায় বাড়ির পাশে এক পরিত্যক্ত টিন সেট ঘর থেকে শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু নাদিয়া পশ্চিম কেওঢালা রিকশা চালক আলতাফ হোসেনের মেয়ে। এ ঘটনায় পুলিশ সন্দেহ আজিজ (২০) নামে এক ব্যত্তিকে গ্রেফতার করেছে। সে পশ্চিম কেওঢালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। নিহত স্কুল ছাত্রীর মা শাহনাজ বেগম জানান, দুপুর ২ টার দিকে পাশের বাড়ি মতিন মেম্বারের বাড়ি থেকে মায়ের কাপড় নিতে যায় । কাপড় নিয়ে বাড়ি ফিরে না যাওয়ায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে। পরে ইফতারের আগে মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ সালামের বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে উলঙ্গ অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আনোয়ার হুসাইন জানান, পড়নের প্যান্ট খোলা অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়। হত্যাকান্ডে জড়িতদের চিহিৃত ও রহস্য উদঘাটন করার চেষ্টা অব্যহত রয়েছে। তবে সন্দেহ ভাজন হিসেবে একই এলাকার বারেক মুন্সীর ছেলে আজিজ নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে।
Post a Comment
Facebook Disqus