বর্তমান বার্তা ডট কম / ২২ জুন ২০১৬ / দাবীকৃত চাঁদা না দেওয়ার অপরাধে রাসেল (৩৫) নামে এক কিডনী রোগীকে বেদম পিটিয়ে নব র্নিমিত ভবনের সেন্টারিং খুলে নিয়ে গেছে স্থানীয় চাঁদাবাজরা। গতকাল বুধবার বিকেল ৩টায় বন্দর থানার নাসিক ২৪নং ওয়ার্ডস্থ দেউলী এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী আহত কিডনী রোগীকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে আহতের পিতা আব্দুল সালাম মিয়া বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের বাদী চৌরাপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল সালাম জানান, বন্দর থানার দৌউলী এলাকার মৃত নূরু মিয়ার ৪ চাঁদাবাজ ছেলে রফিকুল, সফিকুল, শাকিল ও সজিবসহ কয়েকজন চাঁদাবাজ গত কয়েক দিন ধরে চৌরাপাড়া এলাকায় বসবাসরত আমার মেয়ে শাকিলা আক্তার পপির কাছে মিষ্টি খাওয়ার জন্য ১০ হাজার টাকা দাবি করে আসচ্ছে। আমার মেয়ে বিষয়টি আমাদের জানালে আমি ও আমার ছেলে কিডনী রোগী রাসেল চাঁদা দিবনা বলে তাদেরকে জানায়। তারা ক্ষিপ্ত হয়ে এর জের ধরে বুধবার বিকেলে আমার ছেলে রাসেলকে বেদম পিটিয়ে আমার মেয়ের নব র্নিমিত ভবনের সেন্টারিং খুলে নিয়ে যায়। এবং আমাদের প্রাণ নাশের হুমকি দেয়। এ ঘটনায় আমি থানায় উল্লেখিতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।
Post a Comment
Facebook Disqus