বর্তমান বার্তা ডট কম / ২৩ জুন ২০১৬ / বিশ্ব পাকলিক সার্ভিস দিবস উপলক্ষে বন্দরের শান্তিনগরে গতকাল বৃহস্পতিবার সকালে বন্দর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে গবাদী পশু ও হাঁস-মুরগীর টিকা, প্রাথমিক চিকিৎসা এবং পরামর্শ প্রদান করা হয়েছে। 
বন্দর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফারুক আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবীব। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমকি শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের পরামর্শক শ্যামলি বেগম, প্রাণী ডা. ইমরান হোসেন। প্রধান অতিথি বলেন পশু পালন এখন শিল্প হিসেবে বিবেচনা করা হয়। এতে অর্থনৈতিক স্মবৃদ্ধি ফিরে আসে। দেশের পুষ্টি চাহিদা পূরন হয়। এ খাতকে আন্তরিক ভাবে গ্রহণ করে নিতে হবে। এ জন্য সরকারের পক্ষ থেকে গবাদী পশুকে সেবাদানে প্রস্তুত রয়েছে কর্মকর্তারা। সবাইকে সেবা গ্রহণের পরামর্শ দেন। পরে পবাদী পশুর টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন।


Post a Comment

Disqus