বর্তমান বার্তা ডট কম / ২২ জুন ২০১৬ / ‘দোয়ায় হাইকোর্টের সেই রুল ফু দিয়ে উড়িয়ে দিয়েছে’ শিরোনামে প্রকাশিত সংবাদের কিছু অংশে আপত্তি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
বুধবার ২২ জুন এক বিবৃতিতে সেলিম ওসমান বলেন, মঙ্গলবার বন্দর উপজেলা প্রাঙ্গনে নগদ সহায়তা ও চেক বিতরন অনুষ্ঠানে আমি আমার বক্তব্যে বলেছি, আমি কোন শিক্ষককে অপমানিত করিনি। আমি আল্লাহকে নিয়ে কটুক্তি করা অপরাধী ব্যক্তিকে এলাকাবাসীর দাবীর পরিপ্রেক্ষিতে এবং ওই ব্যক্তির জীবন রক্ষার্থে শাস্তির ব্যবস্থা করে ছিলাম। ঘটনাটিকে পুঁজি করে একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়ে ছিল। এ ঘটনায় হাই কোর্টে একটি রুল হয়ে ছিল। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। পবিত্র শবে বরাতের রাতে সারাদেশে প্রায় সাড়ে ৭কোটি মানুষ আমার জন্য দোয়া চেয়ে আল্লাহর দরবারে হাত তুলে ছিলেন। মন থেকে আল্লার কাছে কোন দোয়া চাওয়া হলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেন। আপনাদের সকলের দোয়ার ফুয়ে সেই সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র উড়িয়ে দিয়েছে। হাইকোর্ট ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য দুই মাসের দীর্ঘ সময় দিয়েছেন। তবুও আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আছি এবং ভবিষ্যতেও থাকবো।
আমার এই বিবৃতির পর মঙ্গলবার দেওয়া আমার বক্তব্য থেকে কিছু অংশ বাদ পড়ায় বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বলে আমি মনে করে বিষয়টি পুরোপুরি ভাবে পরিস্কার করতে আমার দেওয়া বক্তব্যের পুরো অংশটি প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি বিশেষ ভাবে অনুরোধ করছি।


Post a Comment

Disqus