বার্তা প্রতিনিধি / ২৩ জুন ২০১৬ /  নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক সিভিল সার্ভিস ২০১৬ পালিত হয়ু । এ উপলক্ষ্যে উপজেলা প্রানীসম্পদ দপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার উপজেলার ছনপাড়া খামারগাও এলাকায় গবাদীপ্রানীদের বিভিন্ন রোগের টিকা ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয় । সকাল ৮ টা থেকে দুপর ১২ পর্যন্ত কর্মসুচি পালিত হয় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুনাছের ভূঁঞা,কর্মসূচি উদ্ভোধন করেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এবং ভেটেরিনারি সার্জন ডাঃ শাখাওয়াত হোসেন,ইউ এল এ গিয়াসউদ্দিন,ভিএফএ তবারক হোসেন,কামরুল হাসান উপস্থিত ছিলেন । গবাদী প্রানীকে তরকা,পিপি আর রোগের টিকা এবং মুরগীকে রানীক্ষেত রোগের টিকা দেয়া হয় । এসময় এলাকার কৃষক ও খামারীদের  গবাদীপ্রানীর বিভিন্ন রোগ এবং করনিয় বিষয়ে পরার্মশ দেয়া হয় ।

Post a Comment

Disqus