বর্তমান বার্তা ডট কম / ২০ জুলাই ২০১৬ / বন্দরে স্ত্রীর পরকীয়ায় শফিউদ্দিন শফি(৪৫) নামের এক ব্যক্তি আতœহত্যা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নিহতের স্বজনদের দাবি তার স্ত্রীর পরকিয়া প্রেমিকের সহায়তায় তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে। গত সোমবার রাতে লাঙ্গলবন্দ তবলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গত মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এলাকাবাসী বলে বেড়াচ্ছে এটা আত্মহত্যা নয় তাকে হত্যা করে গাছে ঝুরিয়ে রাখা হয়েছে।
এলাকাবাসী জানান, বন্দ উপজেলা মুছাপুর ইউপির লাঙ্গলবন্দ তবলপাড়া গ্রামের গুলেনুর মিয়ার কন্যা রাহেলা খাতুন স্থানীয় বাসার পেপার মিলে শ্রমিকদের রান্নার কাজ করে। এ কাজের সুবাধে সে মিলের সিকোরিটি ইনচার্জ রাব্বানীর পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। ঘটনাটি রাহেলার স্বামী সঙ্গে শফিউদ্দিন শফির নজরে এলে তাদের মধ্যে মতনৈক্য সৃষ্টি হয়। শফি তার স্ত্রীকে মিলের কাজ ছেড়ে দেয়ার চাপ দিলে তাদের মধ্যে ঝগড়া হয়। এ ঝগড়াকে কেন্দ্র করে স্থানীয় মাতব্বর কামাল, শহীদুল্লাহ ও আলীসহ কয়েক জনে গত সোমবার রাতে বিচার শালিস করে এবং শফিকে মারধর করে।
নিহতের স্ত্রীর দাবি তার স্বামী শফির সাথে ঝগড়া হলে এলাকার কয়েকজনে তাদের বিচার শারিস করে মিলিয়ে দেয়। এর পরে তার স্বামী শফি রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু গত মঙ্গলবার সকালে বাড়ির পাশে আম গাছে শফির ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশ খবর দেয়।
এ ব্যপারে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ চৌধূরী স্ত্রীর পরকীয়া স্বামীর আতœহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

Post a Comment
Facebook Disqus