বার্তা প্রতিনিধি / ২০ জুলাই ২০১৬ /  সোনারগাঁয় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উদ্যাপন উপলক্ষে উদ্বোধনীয় অনুষ্ঠান অনুিষ্ঠত হয়েছে। ২০ জুলাই বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলা মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩  (সোনারগাঁ) আসনের এমপি এবং বিদ্যুৎ জা¦লানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মমিনুল হক, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা কমর উন নাহার , সহকারী  মৎস্য কর্মকর্তা জহিরুল আমিন ,অফিস সহকারী মোঃ আবু হানিফ , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ মোল্লা বাদশা, পৌরসভার মহিলা কাউন্সিলর জাহেদা আকতার মনি, বৈদ্যের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা হেলথ ক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মঞ্জুর হোসেন হিরু প্রমুখ। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস.এম জাকারিয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। পরে মোঃ জাকারিয়া, শ্রী অমলেশ চন্দ্র দাস ও মতি চন্দ্র বিশ^াস এই তিনজনকে শ্রেষ্ট মৎস্য চাষীর হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করা হয়। এর আগে ”জল আছে যেখানে মাছ আছে সেখানে” এ শ্নোগানকে সামনে রেখে দুপুর ১২টার দিকে বিশাল একটি র‌্যালী হয়। 


Post a Comment

Disqus