বর্তমান বার্তা ডট কম / ২০ জুলাই ২০১৬ /  গত মঙ্গলবার ১৯ জুলাই গভীর রাতে আড়াইহাজার উপজেলা গোপালদী বাজার এলাকা থেকে আড়াইহাজার থানা পুলিশ এস আই রকিবুল হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ছয় জুয়ারীকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতরা হলো গাজীপুরা গ্রামের তারার পুত্র শহিদুল্লা, মালেকের পুত্র জামান, গোপালদী এলাকার ইউনুস আলীর পুত্র আনোয়ার হোসেন, সরফত আলীর পুত্র জোয়েল, রহমানের পুত্র আমজাত, লক্ষীবরদী গ্রামের মিয়া চানের পুত্র মোঃ খলিল। আড়াইহাজার থানা পুলিশ গ্রেফতার কৃত ছয়জনকে ২০ জুলাই মামলা দায়ের করে কোর্টে চালান করেছে। 


Post a Comment

Disqus