কাজী রোমান / ২৭ জুলাই ২০১৬ / নবনির্বাচিত চেয়ারম্যান ডাঃ আঃ রউফ এর দায়িত্ব গ্রহণ ও সংবধনা অনুষ্ঠান বুধবার বিকালে বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান ডাঃ আঃ রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের এমপি লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা, মানবাধিকার সোনারগাঁ শাখার চেয়ারম্যান জাহানারা আক্তার, সাপ্তাহিক অপরাধ বার্তা পত্রিকার সম্পাদক মীর হোসেন মোল্লা , প্রধান সম্পাদক মোঃ শাহ্ আলম, বার্তা সম্পাদক সাঈদ ছিদ্দিকুর রহমান, উপদেষ্ঠা বিল্লার হোসেন, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রউফ ,জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিম সিকদার শিবলু, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউসুফ দেওয়ান। এসময় অন্যদের মধ্যে আরও ছিলেন আলহাজ্ব মোঃ গাজী আক্তারুজ্জামান, বৈদ্যের বাজার সাব রেজিষ্ট্রার অফিসের দলিল লিখক ও ভেন্ডার সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমান , মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব মোতালেব প্রধান, বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা হেল্থ ক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মঞ্জুর হোসেন হিরু, যুবলীগ নেতা গাজী রিপন প্রমুখ । এদিকে এক্ই দিনের বুধবার সন্ধ্যায় নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইউসুফ দেওয়ান তার দ্বায়িত্ব গ্রহণ উপলক্ষে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের এমপি লিয়াকত হোসেন খোকাসহ ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড মেম্বার ও এলাকার হাজার হাজার মানুষ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত আলহাজ্ মোঃ ইউসুফ দেওয়ান ।

Post a Comment
Facebook Disqus