বার্তা নিউজ / ২৭ জুলাই ২০১৬ / বন্দরে স্ত্রীর মাথার চুল কেটে দেওয়ার মামলায় পাষন্ড স্বামী সাইফুল (৪০)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গত শনিবার রাতে বন্দর থানার স্বল্পের চক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে নির্যাতিত গৃহবধূ রাজিয়া বেগম বাদী হয়ে যৌতুক লোভী স্বামীর বিরুদ্ধে বন্দর থানায় নারি ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।  জানাগেছে, বন্দরের স্বল্পের চক এলাকার মৃত জহিরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম  ১৩ বছর পূর্বে একই থানার  কুশিয়ারা এলাকার ওমর আলী মিয়ার মেয়ে রাজিয়া (২৮) কে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে বরে। বিয়ের পর  রাজিয়া বেগম ৩ সন্তানের জননী হয়। প্রায় সময় যৌতুক লোভী স্বামী সাইফুল ইসলাম তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করে আসচ্ছে। এর ধারাবাহিকতায় গত শনিবার সকালে যৌতুক লোভী স্বামী তার স্ত্রীর কাছে ২০ হাজার টাকা যৌতুক দাবি করে। দাবিকৃত যৌতুক না পেযে পাষান্ড স্বামী ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে শাররিক নির্যাতনের এক পর্যায়ে মাথার চুল কেটে দেয়। স্থানীয় এলাকাবাসী  আহত অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।  নির্যাতিত গৃহবধূ রাজিয়া বেগম হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে এ ব্যাপারে তিনি নিজে বাদী হয়ে পাষান্ড স্বামী সাইফুলকে আসামী করে বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই রাতে সাইফুলকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে। এ রির্পোট লেখা পর্যন্ত ধৃত স্বামী সাইফুলকে উক্ত মামলায় গতকাল বুধবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ। 


Post a Comment

Disqus