বার্তা প্রতিবেদক / ১৬ জুলাই ২০১৬ / বন্দরের শাহী মসজিদ ও খালপাড় এলাকায় পুলিশের চোখে ফাঁকি দিয়ে দের্দাসে বিক্রি হচ্ছে ইয়াবা। মাদক ব্যবসায়ীরা প্রকাশে রাস্তায় ঘুরে ঘুরে ইয়াবা বিক্রি করছে। রমজান মাসে স্থানীয় পঞ্চায়েতের লোকেরা কয়েক জন ইয়বা ব্যবসায়ীর কাছ থেকে ইয়াবা উদ্ধার করে প্রকাশ্যে ধ্বংস করে ফেলে। তার পরেও পুলিশ ও পঞ্চায়েতের নাকের ডেগায় চ্যালেঞ্জ করে মাদক ব্যবসায়ীরা তাদের মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। রাতে এ এলাকায় টহল পুলিশ এলেই মাদক ব্যবসায়ীরা ছিটকে পড়ে। পুলিশ চলে গেলে আবার তাদের রামলীলা শুরু হয়। 
নাম প্রকাশ না করার মর্তে স্তানয় পঞ্চায়ের এক নেতা জানান, মৃত জয়মিয়ার ছেলে অলি, হাবু, সোবহান মিয়ার ছেলে সজিব, আলেক মিয়ার ছেলে ফুলচাঁন, রনি, হাকিম শাহী মসজিদ ও খালপাড় এলাকায় প্রকাশ্যে ফেরী করে ইয়াবা বিক্রি ও রাস্তার পাশে বসেই মাতক সেবক করে থাকে। এতে করে এলাকার যুবসমাজ নিয়ে এলাকার অভিভাবকরা শংকার মধ্যে রয়েছে। এছাড়া বহিরাগত সন্ত্রাসী ও মাদকসেবীরা এসে মাদক সেবন করায় এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে। রমজান মাসে পঞ্চায়েতের লোকেরা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাদক উদ্ধার করে প্রকাশ্যে ধ্বংস করে দেয়ার পরও মাদক ব্যবসায়ীরা আরও বেপোরোয়া হয়েছে। তারা পঞ্চায়েতকে চ্যালেঞ্জ করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। 


Post a Comment

Disqus