বার্তা প্রতিবেদক / ১৬ জুলাই ২০১৬ / বন্দরের উত্তর নোয়াদ্দা এলাকায় গতকাল শনিবার ভোরে সালাউদ্দিন স্টোর নামে মুদি দোকালে দুঃসহসিক চুরি হয়েছে। মাল নিয়ে যাওয়ার সময় চোরকে হাতে-নাতে ধরে ফেললেও চোর হাত ফছকে মাল নিয়ে পালিয়ে যায়।
দোকান মালিক সালাউদ্দিন জানান, প্রতি দিনের মতো রাতে সে তার দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে এসে দোকার খোলেন। গতকাল শনিবার ভোরে তিনি দোকানে আসেন। এসে দেখেন তার দোকান থেকে মাল নিয়ে একই এলাকার নাসির মিয়ার ছেলে চিহিৃত চোর নাজিম বেরিয়ে আসে। তখন তাকে ঝাপটে ধরে চিৎকার দিলেও চোর নাজিম তার হাত থেকে ফছকে ছুটে গিয়ে মাল নিয়ে পালিয়ে যায়। তিনি জানান, চোর নাজিম তার দোকারে ছাপ ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তার দোকান থেকে প্রায় ৭০ হাজার টাকার  মূল্যবার কসমেটিক সামগ্রী ও ক্যাশ থেকে নগদ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় াভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


Post a Comment

Disqus