বার্তা নিউজ  / ২৯ জুলাই ২০১৬ / বন্দর জামাইপাড়া এলাকা সমাজ সেবক মোশারফ হোসেনের স্ত্রী এবং নারায়ণগঞ্জ পৌরসভার প্রাক্তন কমিশনার মরহুম জয়নাল আবেদীন কমিশনারের বোন ফিরোজা বেগম (৫৭) আর নেই।  গত বৃহস্পতিবার রাত সারে ১০ টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহে ..........রাজউন)। গতকাল বাদ জুম্মা বন্দরের খানবাড়ি মোড়ে মরহুমার নামাজে জানাযা শেষে বন্দর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। জানাযায়  স্থানীয় কাউন্সিলর,রাজনীতিবিদ,সমাজ সেবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ  শত শত লোক অংশ গ্রহন করেন। মরহুমা ফিরোজা বেগম মৃত্যুকালে স্বামী, ৪ পুত্র ,৩ কন্যাসহ বহু গুনগ্রহী রেখে গেছেন।


Post a Comment

Disqus