বার্তা নিউজ / ২৯ জুলাই ২০১৬ / বন্দরে কেয়ারটেকার আতাউর রহমান হত্যাকারী বাবু (৪৫) ও মনির (৩৪) কে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল সকালে পুলিশ মনিরকে বন্দরের মদনগঞ্জ ইসলামপুর ও বাবুকে বন্দরের সুচিয়ারবন্ধ থেকে গ্রেফতার করে। গতকাল শুক্রবার বাদ জুমা নিহত কেয়ারটেকার আতাউরের জানাজা শেষে ফরাজীকান্দা কবরস্থানে লাশ দাফন করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে আতাউর রহমান(৪২)কে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আতাউর রহমান বন্দরের ফরাজিকান্দা এলাকার হাফেজ ওমর আলীর ছেলে। সে বন্দরের মদনগঞ্জ এলাকার অ্যাডভোকেট মরহুম আক্তারুজ্জামান ওরফে জামানের বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। কেয়ারটেকার হত্যার ঘটনায় নিহতের বড় ভাই সানাউল্লাহ বাদী হয়ে ৩ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। মামলায় আসামীরা হলো মৃত জিয়াবরের চেলে মনির, মৃত ওসমানের ছেলে ঘাতক বাবু ও পঁচা মিয়ার ছেলে মনা মিয়া। এ মামলায় পুলিশ ২ জনতে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ব্যপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুুল কালাম জানান, আতাউর রহমান হত্যাকারী বাবু ও তার সহযোগি মনিরকে গ্রেফতার করা হয়েছে। সহযোগি মনির প্রাথমিক ভাবে পুলিশের কাছে হত্যা ঘটনা স্বীকার করেছে।

Post a Comment
Facebook Disqus