বার্তা নিউজ / ২৯ জুলাই ২০১৬ / বন্দরে এবার ফয়সাল(২৩) নামে এক ডকইয়ার্ড শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মদনগঞ্জের কেয়ারটেকার আতাউর রহমান হত্যাকান্ডের ২৪ ঘন্টার মাথায় এই হত্য্কাান্ডের ঘটনাটি ঘটল। এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় নবীগঞ্জ টি হোসেন গার্ডেন সংলগ্ন এলাকায় ফয়সালকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত ফয়সাল বন্দরের নবীগঞ্জ শান্তিবাগ এলাকার আবদুল রশিদের ছেলে। এ ব্যাপারে মামলার প্রস্তুুতি চলছে বলে পুলিশ জানায়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফয়সাল বন্দর ডকইয়ার্ডের একজন শ্রমিক। সম্প্রতি ওই ডকইয়ার্ড দখলকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর সঙ্গে হত্যাকান্ডের যোগসাজশ থাকতে পারে। এ ছাড়া নবীগঞ্জ এলাকায় প্রভাব বিস্তার নিয়ে এলাকার বখাটে সন্ত্রাসীদের সঙ্গে দ্বন্দ্ব ছিল ফয়সালের। দ্বন্দ্বের জের ধরে শুক্রবার সন্ধ্যায় নবীগঞ্জ এলাকার সিদ্দিক মিয়ার ছেলে পনির, হানিফের ভাগিনা রফিকসহ ৮/৯ জন সন্ত্রাসী নবীগঞ্জ টি হোসেন গার্ডেনের সামনে ফয়সালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। আহত অবস্থায় পথচারিরা তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার (ক অঞ্চল) আবদুল্লাহ মাসুদ জানান, এলাকার প্রভাব বিস্তার নিয়ে ফয়সালকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফয়সালের বখাটে বন্ধুরা এর সঙ্গে জড়িত থাকতে পারে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। আসামী গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ।

Post a Comment
Facebook Disqus