বর্তমান বার্তা ডট কম / ০৭ জুলাই ২০১৫ / রাজধানী ঢাকা ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রকৃতি জানতে ঢাকা আসছে ভারতের স্পেশাল ন্যাশনাল সিকিউরিটি গার্ড(এনএসজি) টিম৷ বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তদন্ত করতেই পাঠানো জাতীয় নিরাপত্তা বাহিনীর এই টিমটি ঢাকা আসছে বলে ভারতের প্রেস ট্রাষ্ট অফ ইন্ডিয়া (পিটিআই) সূত্রে খবর৷ টিমটির সঙ্গে আসছেন গোয়েন্দা ও ফরেন্সিক বিশেষজ্ঞরাও৷

এনএসজি’র কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় গোয়েন্দা বাহিনী ঢাকা পাড়ি দেওয়ার বিষয়ে ইতিমধ্যেই সবুজ সঙ্কেত মিলেছে বাংলাদেশের তরফে৷ কিশোরগঞ্জে বিস্ফোরণের ঘটনাস্থল থেকে নমুনা ও প্রমাণ সংগ্রহ করতে যাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ 

যে দলটি ঢাকায় পাড়ি দেবে সেই দলে রয়েছেন বিস্ফোরণ বিশেষজ্ঞ ও জঙ্গি মোকাবিলা সংক্রান্ত যে কোনও অপারেশনে সক্ষম অফিসাররা৷ গত ১ জুলাই গুলশানে বিস্ফোরণে এক ভারতীয়-সহ ২২ জনের মৃত্যুর ঘা শুকানোর আগেই এদিন কিশোরগঞ্জের বিস্ফোরণে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দাদের মাথাব্যথা বাড়িয়েছে৷ এনএসজি চায় বাংলাদেশের গোয়েন্দাদের সঙ্গে সমন্বয় রেখে বিস্ফোরণের কিনারা করতে৷

আজকের মধ্যে তারা ঢাকায় এসে পৌঁছাবেন বলে জানা গেছে। এনএসজি টিম সরাসরি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ন্যাস্ত। ১৯৮৪ সালে সংস্থাটির প্রতিষ্ঠা। পাঞ্জাবের স্বর্ণমন্দিরে ব্লু-স্টার অভিযান ও ইন্দিরা গান্ধী শিখ বন্দুকধারীদের হাতে নিহত হওয়ার পর সংস্থাটি তাদের যাত্রা শুরু করে। এদের একটি অংশ ব্লাক ক্যাট কমান্ডো নামে পরিচিত। সংস্থাটিতে সাড়ে ৭ হাজার সদস্য রয়েছেন। ভারতে ভিভিআইপিদের নিরাপত্তা দেয়া ছাড়াও সংস্থাটি দেশটিতে জঙ্গি দমনের কাজেও নিয়োজিত রয়েছে। এছাড়াও বিমান, নৌ ও আকাশপথে এন্টি হাইজাকিং বিষয়গুলোও তাদের এখতিয়ারভূক্ত।


Post a Comment

Disqus