বর্তমান বার্তা ডট কম / ০৬ জুলাই ২০১৬ / ট্যাক্স জালিয়াতির কারণে স্প্যানিশ আদালত আর্জেন্টিনা এবং বার্সেলোনার ফুটবলার লিওনেল মেসিকে ও তার বাবা জর্জ হোর্হে মেসিকে ২১ মাসের কারাদণ্ড দিয়ে স্পেনের আদালত।
তবে ২১ মাসের জেল হলেও জেলে যেতে হবে না বার্সেলোনার এই তারকাকে। কারণ স্পেনের আইনানুযায়ী, ২৪ মাসের নিচে প্রথম কোন মামলায় জেল হলে তাকে সাজা ভোগ করতে হয় না। ফলে মেসির বাবা এবং মেসি কাউকেই জেলে যেতে হবে না।
মেসিকে ২ মিলিয়ন ইউরো ও তার বাবাকে ১.৫ মিলিয়ন ইউরো জরিমানাও করে আদালত।
সময়টা মোটেও ভালো যাচ্ছে না মেসির। গত মাসে চিলির বিপক্ষে শতবর্ষী কোপাগে আমেরিকার ফাইনালে স্বপ্নভঙ্র পর মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে বসেন বার্সেলোনা তারকা। এবার কর ফাঁকির মামলায় ফেঁসে গেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
২০০৭ থেকে ২০০৯ এ সময়ে ৪.২ মিলিয়ন ইউরো কর ফাঁকির জন্য মেসি ও হোর্সে মেসিকে অভিযুক্ত করে স্প্যানিশ কর অফিস। এরপর তা আদালতে গড়ায়। ছবি স্বত্ব ও বিভিন্ন কোম্পানির স্পন্সর চুক্তি বাবদ আয়ের অর্থের ওপর কর পরিশোধে অনিয়মের অভিযোগ করা হয়েছিল। তদন্তসহ কয়েক দফা শুনানির পর অবশেষে রায় ঘোষণাও হয়ে গেল।
মেসি বরাবরই তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন। সবকিছু নাকি তার বাবা দেখভাল করেন। কিন্তু শেষ পর্যন্ত দু’জনকেই দোষী সাব্যস্ত করে প্রায় দু’বছরের কারাদণ্ড দিয়েছেন আদালতের বিচারক।
আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে কিনা তা এখনো জানা যায়নি।

Post a Comment
Facebook Disqus