শোলাকিয়ায় ঈদ জামাতে হামলায় রাষ্ট্রপতির নিন্দা জানিয়েছেন
বার্তা প্রতিবেদক/৮ জুলাই ২০১৬ /রাষ্ট্রপতি আবদুল হামিদ কিশোরগঞ্জের শোলাকিয়ার কাছে আজিমুদ্দিন স্কুলে পুলিশের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
আজ রাতে এক বার্তায় রাষ্ট্রপতি এই বর্বরোচিত হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রাষ্ট্রপতি এ ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
রাষ্ট্রপতি বলেন, ১৮৮০ সাল থেকে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এতে দেশের বিভিন্ন জেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি যোগ দিয়ে থাকেন। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে পুলিশের ওপর এ ধরনের জঘন্য হামলা একটি বর্বরোচিত ঘটনা।
তিনি এ ধরনের বর্বরোচিত কর্মকা-ের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

Post a Comment
Facebook Disqus