বার্তা প্রতিবেদক / ০৮ জুলাই ২০১৬ / নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে অবস্থিত শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রমের নোংরা পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন দর্শনার্থীরা। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটির কারণে আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ ও ভারতের নাগরিকসহ আরও অন্যদেশের প্রায় কয়েক শত দর্শনার্থীরা এসেছে লোকনাথ বাবার আশ্রমে। কিন্তু লোকনাথ বাবার আশ্রমের পরিবেশ দেখে কলকাতা থেকে আসা কালিদাস . জোসনা শ্রীসহ আরও ৬-৭ ক্ষোভ প্রকাশ করে বলেন. বাবার আশ্রম দেখা শোনা করার মতো কেউ ন্ইে মনে হয়। বারদী লোকনাথ বাবার আশ্রমের অনেক সুনাম শুনেছি । আমরা প্রথম বারের মতো এসে এতো নোংরা অবস্থা দেখবো তা ভাবতে পারিনি। বারদী লোকনাথের আশ্রমে গিয়ে দেখা যায়, দর্শনার্থীদের আশ্রমঘরে দুপুরের খাবার খাচ্ছে নোংরা পরিবেশ অবস্থায় বেশ কিছু দর্শনার্থীরা।
ওই পরিবেশ দেখে দূর থেকে আসা দর্শনার্থীদের কঠোর সমালোচনা করতে শোনা গেছে। বেশকিছু ভক্তরা মন্তব্য করেন বাবার আশ্রমে সব দেশের লোকজন আসে . এই অবস্থা দেখলে মনে হয় বাবার মান ক্ষুন্ন হচ্ছে । যারা আশ্রম এবং বাবার ভক্তদের সেবায় নিয়োজিত আছেন যেমন সভাপতি. সাধারণ সম্পাদসহ কমিটির কর্মকর্তাদের আশ্রমের পরিবেশ বজায় রাখার জন্য সুদৃষ্টি রাখার প্রয়োজন বলে মনে করেন।

Post a Comment
Facebook Disqus