বর্তমান বার্তা ডট কম / ০৭ জুলাই ২০১৬ / বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজ এলাকা নড়াইলে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। জেলা সদরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তিনি ঈদ জামাতে অংশ নেন। 

ঈদের নামাজ শেষে আত্মীয়-স্বজন, ভক্ত  ও পরিচিতজনদের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন মাশরাফি। পরে তিনি নানা-নানীর কবর জিয়ারত করেন। এরপর মামার বাড়িতে ঈদের দিনের পুরো সময়টা কাটাবেন বলে জানা গেছে। 

নড়াইল এক্সপ্রেস খ্যাত বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ছাড়াও জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, পৌরসভার মেয়র, জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ঈদের নামাজ আদায় করেন।

জাতীয় দলের সফল অধিনায়ক দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দোয়া প্রার্থনা করেন।


Post a Comment

Disqus