সার
বার্তা প্রতিবেদক/ ১৯জুলাই ২০১৬-০৭-১৯/বন্দরে স্ত্রীর পরকীয়ায় শফিউদ্দিন শফি(৪৫) নামের এক ব্যক্তি আতœহত্যা করেছে। সোমবার রাতে তবলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী জানান, উপজেলা মুছাপুর ইউপির তবলপাড়া গ্রামের গুলেনুর মিয়ার কন্যা রাহেলা খাতুনের সঙ্গে সোনারগাঁ উপজেলার চেঙ্গাইন গ্রামের শফিউদ্দিন শফির বিয়ে হয়। বিয়ের পর থেকে শফি শশুর বাড়িতে বসবাস করে। সংসার জীবনে অভাব অনটন দুর করতে বাড়ির পাশ্বে বাশার পেপার মিলে রান্না করার কাজ নেয় রাহেলা। কাজের সুবাদে ওই মিলের দারোয়ান রহমানের সঙ্গে পরকীয়া প্রেম সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে প্রতিনিয়ত স্বামী-স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি লেগেই থাকতো। সোমবার রাতে পারিবারিক কলহে স্বামী-স্ত্রীর মধ্যে মারামারির ঘটলে স্বামী শফি ঘর বের হয়ে চলে আসে। গতকাল সকালে বাড়ির পাশে আম গাছে শফির ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশ খবর দেয়।পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ চৌধূরী স্ত্রীর পরকীয়া স্বামীর আতœহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
Post a Comment
Facebook Disqus