বার্তা প্রতিবেদক/ ১৯জুলাই ২০১৬-০৭-১৯/ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডে এলাকায় তিন খানার হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত । বাসি-পঁচা খানার বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশের অপরাধে ওই তিন হোটেলকে এজরিমানা করা হয়।
। মঙ্গলবার মদনপুর মোড়ের হোটেলগুলোতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) হোসনে আরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। হোসনে আরা বেেহাসনে আরা বলেন. নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের অপরাধে ভান্ডারী হোটেলসহ তিনটি রেস্তোরাকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
Post a Comment
Facebook Disqus