বার্তা প্রতিবেদক/ ১৯জুলাই ২০১৬-০৭-১৯/ বন্দর ১ নং খেয়াঘাট মালিক শ্রমিক কমিটি নিযুক্ত চাঁদা আদায়কারী শাহাজাহান(৫০) ও আনোয়ার (৪০) কে চাঁদাবাজ আখ্যা দিয়ে গ্রেফতারের পর বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ১ নং খেয়াঘাট বেবী ষ্ট্যান্ড শ্রমিক কমিটির সভাপতি খান মাসুদ জেল হাজতে থাকার সুবাধে গতকাল মঙ্গলবার ১নং খেয়াঘাট এলাকায় আধিপত্য বিস্তার ও দখলকে কেন্দ্র করে কয়েকটি গ্রুপ দফায় দফায় মহড়া দিয়েছে। মহড়া দেওয়ার সময় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন যাবত বন্দর ১ নং খেয়াঘাট সংলগ্ন ষ্ট্যান্ড দখলকে কেন্দ্র করে নাসিক ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর দুলাল প্রধানের অনুসারী, সাবেক শ্রমিক কমিটির সভাপতি তপন খানের অনুসারী, যুবলীগ নেতা কাজী জহিরের অনুসারী এবং যুবদল নেতা কাজী সোহাগের অনুসারীরা দফায় দফায় ১নং খেয়াঘাট এলাকায় মহড়া দিয়েছে। ফলে এখান দিয়ে চলাচলকারী সাধারণ লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবেলায় ১ নং খেয়া ঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে থানাসূত্রে জানাগেছে।
Post a Comment
Facebook Disqus