বার্তা প্রতিবেদক/ ১৯জুলাই ২০১৬-০৭-১৯/ বন্দরে স্বামী ও স্ত্রীসহ একই পরিবারের ৩ জনকে জখম করে নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গত সোমবার রাতে আহত বাপ্পী বাদী হয়ে ৬ জনকে আসামী করে ও ৭/৮ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেছেন। মামলা এজাহার সূত্রে জানা গেছে, বন্দর র্যালী আবাসিক এলাকার শাহাজাদা পাঠান মিয়ার ছেলে বাপ্পি সাথে বন্দর লেজারার্স এলাকার ইলিয়াছ বিশ্বাসের ছেলে সাগর মিয়ার সাথে পূর্ব শত্রুতা চলছিল। এর জের ধরে গত ১০ জুলাই দুপুর ১টায় বন্দর লেজারার্স এলাকার সন্ত্রাসী সাগর ও তার ভাই রাজু একই এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে শ্যামল ও আমিন আবাসিক এলাকার লিটন মিয়ার ছেলে আব্দুল করিম ও আব্দুল রহিম এবং র্যালী আবাসিক এলাকার ফারুক পূর্ব পরিকল্পিত ভাবে দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাপ্পির নিজ বাড়ী প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী ভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। তার ডাক চিৎকার শুনে বাপ্পির স্ত্রী রাহিমা বেগম ও তার ছোট ভাই ফরহাদ এগিয়ে আসলে তাদের কেউও কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে ঘরে রক্ষিত নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলেও এ রির্পোট লেখা পর্যন্ত এ মামলার কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
Post a Comment
Facebook Disqus