বার্তা প্রতিবেদন/২২ জুলাই২০১৬ / নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের আলমদী এলাকার রাস্তা থেকে বৃহস্পতিবার রাতে একটি গরু গেয়েছেন সোনারগাঁ থানা পুলিশ। গরুটি মালিক পাওয়া যায়নি বলে জানা যায় । শুক্রবার দুপুরের দিকে থানা পুলিশ বারদী ইউনিয়ন পরিষদের মেম্বার  সুমনের হেফাজতে রাখেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের একটি দল গাড়ি নিয়ে বৃহস্পতিবার রাতে বারদীর আলমদী এলাকায়  টহল দেওয়া অবস্থায় রাস্তা থেকে একটি গরু  পাওয়া যায়  । পরে গরুটির মালিকের সন্ধান না পেয়ে শুক্রবার বারদী ইউনিয়ন পরিষদের মেম্বার  সুমনের হেফাজতে রাখা হয়েছে।

Post a Comment

Disqus