বার্তা নিউজ / ২৪ জুলাই ২০১৬/ বন্দর থানা পুলিশ গতকাল রোববার দুপুরে বন্দর বাস স্ট্যান্ড এলাকা থেকে ভূয়া পুলিশ জাহাঙ্গীর (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে নিজেকে ডিবি, ওসি কখনো স্বরাষ্ট্রমন্ত্রীর আত্বিয় পরিচয় দিয়ে বিভিন্ন লোকদের কাছ থেকে চাঁদা ও হয়রানী করে বেড়াত। গতকাল দুপুরে বন্দর বাস স্ট্যান্ড পুলিশ পরিচয় দিয়ে এক দোকানীকে হয়রানি করার সময় থানা পুলিশ তাকে হাতে-নাতে আঠক করে থানায় নিয়ে যায়। গ্রেফতারকৃত ভূয়া পুলিশ জাহাঙ্গীর বন্দরের কলাবাগ এলাকার হাজী ইয়াসীন মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, জাহাঙ্গীর কাছে পুলিশের পোষাক, ওয়াকিটুকি, হ্যান্ডকাপ ও খেলনা অস্ত্র রয়েছে। যা দিয়ে সে বিভিন্ন মানুষকে পুলিশ পরিচয় দিয়ে হয়রানী করে থাকে।
এ ব্যপারে বন্দর থানার ওসি আবুল কালাম জানান, প্রতারক জাহাঙ্গীর পুলিশ পরিচয়ে প্রতারণা করার সময় থানা পুলিশ তাকে হাতে-নাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment
Facebook Disqus