বার্তা নিউজ / ২৪ জুলাই ২০১৬ / বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে মামুন (৩০) নামে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত শনিবার রাতে আহত মামুনের স্ত্রী গৃহবধূ পিংকি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গত ২২ জুলাই দুপুরে বন্দরের এনায়েত নগর ঋৃষিপাড়া এলাকা এ ঘটনা ঘটে।
জানা গেছে, বন্দরের থানার এনায়েত নগর ঋৃষিপাড়া এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে বাবু অজ্ঞাত ৩/৪ জনকে নিয়ে র্পর্ব শত্রুতার জেল ধরে একই এলাকার মামুন মিয়াকে তার বাড়ি পাশে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে তার কাছে থাকা নগদ ৩ হাজার ৮ শ’ টাকা ও মোবাইল সেট সিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় তদন্ত শেষে থানায় পুলিশ মামলা রেকর্ড করেন। মামলার আসামীরা পলাতক রয়েছে।


Post a Comment

Disqus