বার্তা নিউজ / ২৪ জুলাই ২০১৬ / বন্দরের কুশিয়ারায় বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধর জের ধরে প্রতিপক্ষরা স্বামীকে কুপিয়ে ও স্ত্রীকে পিটিয়ে জখম করেছে। গতকাল রোববার সকাল ১১ টায় এ ঘটনা ঘটে। আহতরা হলো রোজেল (২৮) ও তার স্ত্রী সোনিয়া (২৫)। প্রতিপক্ষরা বাড়িতে হামলা চালিয়ে বাড়ির দরজা, সুকেস, আলমিরাসহ বিভিন্ন আসাবপত্র কুপিয়ে ভাংচুর ও নগদ টাকা এবং গহনা লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
জানা গেছে, বন্দরের কুশিয়ারা পূর্বপাড়া আমতলি এলাকায় আফতাব উদ্দিনের বাড়ির সীমানায় প্রতিবেশী মজিবর মিয়ার ছেলে ইব্রাহীম জোর পূর্বক রাস্তা সরু করে দেয়াল নির্মাণ করে। এতে করে আফতার উদ্দিনের ছেলে রোজেল বাধা দেয়। নিয়ে তাদের মধ্যে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল ইব্রাহীমের নির্দেশে মৃত সামাদের ছেলে রিয়াজল, শফিকুল, দিল মোহামএদর ছেলে কবিরসহ বহিরাগত ৬/৭ জন ভাড়াটিয়া গুন্ডা নিয়ে বাড়িতে হামলা চালিয়ে রোজেল ও তার স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ব্যপারে থানায় অভিযোগ হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

Post a Comment
Facebook Disqus