বার্তা নিউজ/ ২৮ জুলাই ২০১৬/ বন্দরের একরামপুর ইস্পাহানী বাজার এলাকায় স্ত্রীর সাথে অভিমান করে জহর মিয়া (২৩) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
জানা গেছে, বন্দরের একরামপুর ইস্পাহানী বাজার এলাকার সামাদ খানের বাড়ির ভাড়াটিয়া আঃ জাব্বার মিয়ার ছেলে জহর মিয়া পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী জুবেদা বেগমের সাথে অভিমান করে নিজ ভাড়া ঘরের আড়ার সাথে স্ত্রীর ব্যবহৃত শাড়ি কাপড় গলায় পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এ ব্যপারে বন্দর ফাঁড়ির ইনচার্জ অখিল চন্দ্র সরকার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক ধারনা অনুযায়ী সে আত্মহত্যা করেছে। বাকিটা ময়নাতদন্তের পর বলা যাবে। এ ব্যপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Post a Comment
Facebook Disqus