বার্তা নিউজ/১ আগষ্ট ২০১৬/ বঙ্গবন্ধুর চরিত্র হননের চেষ্টা করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সপরিবারে হত্যার পর জিয়াউর রহমান তার চরিত্র হননেরও চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বিকেলে শোকের মাস আগস্টের শুরুতে ধানমন্ডির বঙ্গবন্ধু জাদুঘরের সামনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত এক রক্তদান কর্মসূচীতে এ মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান কেবল হত্যার ষড়যন্ত্রই করেনি, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মৃত মানুষের চরিত্র হননেরও চেষ্টা করেছেন। যে বাড়িতে আমাকে ঢুকতে দেওয়া হয়নি, রাস্তায় বসে মিলাদ পড়তে হয়েছে- বঙ্গবন্ধুকে হত্যার পর সেই বাড়ি আমাকে হস্তান্তর করার জন্য তারা ব্যস্ত হয়ে যায়।
বাড়ি হস্তান্তর করার পর ৪০ দিন ধরে টেলিভিশনে দেখানো হয়েছে ওই বাড়িতে হীরা, মুক্তা, টাকা পাওয়া গেছে। আর জিয়া একটি ভাঙা স্যুটকেস আর ছেঁড়া জামা রেখে গেছে। ১শ’ টাকার নোট বঙ্গবন্ধু বন্ধ করেছিলেন। সেই নোট ট্রাঙ্ক ভরে এনে দেখিয়েছিলো এসব পাওয়া গেছে ওই বাড়িতে।
কিন্তু বাংলার মানুষ এসব বিশ্বাস করেনি মন্তব্য করে তিনি আরো বলেন, বঙ্গালী জানে, দেশকে কে কতটুকু দিয়েছে। কৃত্রিমভাবে চরিত্র তৈরি করে সত্য চাপা দেওয়া যায় না। মানুষ সঠিক ইতিহাস জানতে পেরেছে। এখন মানুষ অনেক সতর্ক। তারা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে। চাইলেই আর মানুষকে বিভ্রান্ত করার সুযোগ নেই।
প্রধানমন্ত্রী বলেন, বাবা কীভাবে দেশের জন্য কাজ করতে চেয়েছিলেন তা আমি বড় মেয়ে হিসেবে কছে থেকে শুনেছি। এখন আমি চেষ্টা করছি সেভাবেই কাজ করতে। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে।
জঙ্গিবাদ সম্পর্কে তিনি বলেন, একাত্তরের পর থেকে দেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়সন্ত্র হয়ে আসছে। এখন শুরু হয়েছে নতুন ষড়যন্ত্র জঙ্গিবাদ। তবে বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গির স্থান হবে না। এদেশের মানুষের ভাগ্য নিয়ে আর যেনো কেউ ছিনিমিনি খেলতে না পারে সেটাই হবে আজকের দিনে প্রতিজ্ঞা

Post a Comment
Facebook Disqus