কাজী ফাহাদ / ২ আগষ্ট ২০১৬ / বর্তমান বার্তা ডট কম /নারায়ণগঞ্জের সোনারগাঁ ঐতিহাসিক ঈসাখাঁ একাদশ ক্লাব বন্ধুমহলের নৌভ্রমণ হৈ চৈ ও আনন্দ উল্লাসের মধ্য দিয়ে উদ্যাপিত হলো। সোনারগাঁ ঈসাখাঁ একাদশ ক্লাবের সভাপতি মোঃ মাসুম সিকদারের উদ্যোগে আনন্দ নৌভ্রমণের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বন্ধু মহলের সকল সদস্যরা নিজ নিজ বাসভবন থেকে আনন্দ ভ্রমনের প্রস্তুতি নিয়ে ক্লাবের সামনে এসে একত্রিত হন। তার আগে সকাল থেকে রান্নার কাজে ব্যস্তসময় কাটান বাবুর্চিরা। সমস্ত আয়োজন শেষে সকল সদস্যরা নৌকায় উঠে বসেন। এসময় ঢাকা থেকে এক বন্ধু আসতে দেরি হওয়ায় নৌকায় বসে না আসা পর্যন্ত কিছুক্ষন আনন্দের গল্পে মেতে উঠেন সকলে। প্রায় বেলা ১১ টার দিকে ক্লাবের সামনে থেকে কোনো এক অজানা গন্তব্যের পথে রওনা হয়। উপজেলার বৈদ্যের বাজারের তীর ঘেষে মেঘনা নদীতে এসে নৌকার মাঝিকে চন্দনপুরের দিকে যেতে বলা হয় । ভ্রমণে আনন্দের সাথে প্রযাপ্ত খাওয়ার আয়োজন ছিল। আনন্দ নৌভ্রমণে অংশ গ্রহন করেন মাসুম সিকদার,দেলোয়ার হোসেন মিন্টু, বিপ্লব, আরিফ, মোমেন, বর্তমানবার্তা ডট কমের সম্পাদক জহিরুল ইসলাম সিরাজ, দেলোয়ার , সেলিম,বাবলু, সোহেল, মিন্টু, নির্মল সাহা, আলমগীর, সোহেল, আসাদ, মতিন, কবির,ফারুক, ইয়াছিন, দুলাল,কামাল.খোরশেদসহ প্রায় ৩৫/৪০ জন বন্ধু মহলে একটি দল ভ্রমণ শেষে সন্ধ্যায় সোনারগাঁ ঈসাখঁ একাদশ ক্লাবের সামনে এসে আনন্দ নৌভ্রমণের সমাপ্তি ঘটে।
Post a Comment
Facebook Disqus