সোনারগাঁয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন
বার্তা নিউজ / ২ আগষ্ট ২০১৬ / সোনারগাঁয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষে গতকাল মঙ্গলবার হাসপাতালের চিকিৎসক কর্মচারীরা মানববন্ধন করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ অনুষ্ঠানের আয়োজন করে।
দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রতিবাদে সোনারগাঁ উপজেলা হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা-কর্মচারী, সেবিকা ও এলাকাবাসী গতকাল দুপুরে হাসপাতালের সামনের রাস্তায় মানববন্ধনে অংশ গ্রহন করে। এসময় সন্ত্রাস নয় শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই শীর্ষক শ্লোগান সম্বলিত প্রতিবাদ সভায় সোনারগাঁ হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ড ডাঃ মোঃ সোলায়মান মিয়া, মেডিক্যাল অফিসার ডাঃ নুরজাহান, ডাঃ মারিয়া মতিন, অফিস সহকারী মোঃ নজরুল ইসলাম, ইপিআই টেকনিশিয়ান আঃ মতিন প্রমুখ বক্তব্য রাখেন।
Post a Comment
Facebook Disqus