বার্তা নিউজ / ০৩ আগস্ট ২০১৬ / নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া এলাকায় বুধবার বিকেলে পানিতে ডুবে মতিন মিয়া (৪৫) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময়  আরিফুজ্জামান নামে সোনারগাঁ থানার এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে ।  
 এলাকাবাসী সূত্রে জানা গেছে, থানার উপপরিদর্শক (এএসআই) ফখরুল ও তার সহযোগী  আরিফকে নিয়ে পৌরসভার রাইজদিয়া এলাকায় গিয়ে  প্রথমে রাইজদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে আক্তার নামের এক যুবকের দেহ তল্লাশী করে তাকে ছেড়ে দেন। 
মতিনের স্ত্রী নুরতাজ বেগম বলেন, আমি ও আমার স্বামী বাড়ির পাশের নয়ামাটিতে ধানের খর রোদে শুখাইতে ছিলাম। এসময় ফখরুল ও তার সহযোগী  আরিফ মতিনকে মাদক ব্যবসায়ী বলে পাকরাও করলে  মতিন একপর্যায়ে নয়ামাটির চকে পানিতে পরে যান । সাথে সাথে পুলিশ পানিতে নেমে আমার স্বামীকে চুবিয়ে হত্যা করে। 
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ব্যবসার মতিন পুলিশ দেখে পানিতে লাফ দেন । পুলিশ সদস্য আরিফ  মতিনকে বাঁচানোর চেষ্টা করে । এ সময় মতিন পানিতে ডুবে গিয়ে মারা যান। এঘটনার  এলাকার লোকজন আরিফকে পিটিয়ে হত্যা করে । পরে সোনারগাঁ থানার পুলিশ নিহত মতিন ও পুলিশ সদস্য আরিফের লাশ উদ্ধার করে নিয়ে আসে।  পুলিশের (এএসআই) ফখরুল পালিয়ে আসে । এঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত পুলিশ সদস্য আরিফ মানিকগঞ্জের সুসন্দা এলাকার মৃত বজলুল খানের ছেলে এবং পান ব্যবসায়ী মতিন পৌরসভার রাইজদিয়া গ্রামের মোসলেউদ্দিনের ছেলে। আদমপুর বাজারের অন্যান্য ব্যবসায়ীরা জানান, নিহত মতিন পৌরসভার আদমপুর বাজারের একজন পান ব্যবসায়ী ছিলেন।


Post a Comment

Disqus