কাজী ফাহাদ/ বার্তা নিউজ / ০৩ আগস্ট ২০১৬ / বুধবার বন্দরের কামতাল এলাকায় ১২ দিন ব্যাপী অনুষ্ঠিত গার্মেন্টস শ্রমিক প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সার্টিফিকেট অ্যাওয়ার্ডিং প্রোগ্রামের আওতায় একশ’৫০ জনকে “সোস্যাল কম্পøাইনস্ নরমস্” এর সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিকেএমইএ’র কম্পেøইন অফিসার মোঃ গিয়াসউদ্দিন, টোটাল ফ্যাশন লিমিটেডের পরিচালক মানজারুল আলম প্রমুখ। এপ্রিল মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রানালয়ের অর্থায়নে বিকেএমইএ ও টোটাল ফ্যাশন লিমিটেডের উদ্যোগে ১২ দিন ব্যাপী সার্টিফিকেট অ্যাওয়ার্ডিং প্রোগ্রাম “সোস্যাল কম্পøাইনস্ নরমস্” কর্মশালা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান কর্মশালার পৃষ্টপোষকতা করেন।
Post a Comment
Facebook Disqus