বর্তমান বার্তা ডট কম / ১৭ আগষ্ট ২০১৬ / বন্দর ফাজিল মাদ্রাসায় ১ মাসের অধিক যাবত প্রায় অর্ধশতাধীক ছাত্রী অনুপস্থিত থাকলেও রহস্য জনক ভাবে দায় এরাতে মাদ্রসা কর্তৃপক্ষ মাত্র ১১ জন ছাত্রের নামের তালিকা থানায় জমা দিয়েছে। গতকাল বুধবার বন্দর থানার ওসির নির্দেশে বন্দর ফাঁড়ির ইনচার্জ অখিল চন্দ্র সরকার সরে জমিনে গিয়ে অনেক ছাত্র অনুপস্থিত থাকার প্রমাণ পান।
এ ব্যপারে মাদ্রসার প্রিন্সিপাল মাওলানা নুরুল হকের সাথে আলাপ করলে তিনি বলেন, সভাপতির নির্দেশে অনুপস্থিত ছাত্রের তালিকা থানায় দিয়েছি। সরকারের ঘোষণার পর আমরা এ তালিকা দেই। এ সকল ছাত্ররা বর্তমানে কোথায় আছে জানতে চাইলে তিনি এর কোন উত্তর দিতে পারেনি। প্রায় অর্ধশত ছাত্র ধীর্ঘদিন অনুপস্থিত এর তালিকা কেন দেয়া হয়নি এরও কোন উত্তর তিনি দিতে পারেনি। গতকাল মাদ্রসায় পুলিশ যাওয়ায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। মাদ্রসা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কোন খোঁজ খবরই রাখেনা। পুলিশ তাদের কাছে কত ছাত্র অনুপস্থিত রয়েছে তার তালিকা সঠিক ভাবে চেয়েছে এবং অনুপস্থিত ছাত্রদের বর্তমান অবস্থান জানাতে বলেছেন। ২ দিন পূর্বে মাদ্রসা কর্তৃপক্ষ ৬ষ্ঠ শ্রেনীর রোল ৮ রায়হান, রোল ৪১ ওয়ালিদ, ৭ম শ্রেণীর রোল ২৯ শেখ মাসুদ, রোল ৩০ রায়হান, রোল ৩৭ নাহিদুল, ৮ম শ্রেনীর রোল ৪৬ মঞবজুরুল, রোল ৫২ শামিম, রোল ২০ মাইনুদ্দিন, রোল ৪৯ আরমান, ৯ম শ্রেণীর রোল ৪৯ মাহফুজ ও ১০ম শ্রেণীর রোল ৪৫ আরাফত অনুপস্থিত বলে থানায় তালিকা জমা দেয়। এ তালিকা দেখে পুলিশ তদন্ত শুরু করে।

Post a Comment
Facebook Disqus