বর্তমান বার্তা ডট কম / ১৭ আগষ্ট ২০১৬ / বন্দর থানা পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টে ৩ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাতে ও গতকাল দুপুরে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো বন্দরের নবীগঞ্জ টি-হোসেন রোড এলাকার মোস্তফা মাসুদের ছেলে যৌতুক মামলার ওয়ারেন্টভ’ক্ত আসামী মোঃ আলী (৩৫), সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে মাদক মামলার ওয়ারেন্টভ’ক্ত আসামী শফিকুল ইসলাম (২৯) ও মাদবপাশা এলাকার রফিক মিয়ার ছেলে মারামারির আসামী আব্দুল্লাহ আল মামুন (৩৭)। গতকাল বুধবার পুলিশ মামুন ও শফিকুলকে থানা হাজতে আটক রাখে আর মোঃ আলীকে আদালতে প্রেরণ করে।

Post a Comment
Facebook Disqus