বার্তা নিউজ / ১৭ আগষ্ট ২০১৬ / বন্দরের নবীগঞ্জে ডক শ্রমিক ফয়সাল হত্যা মামলায় ২ জন ও জোড়া খুনের মামলায় ১ জনকে ২ দিনের রিমান্ডে এনেছে বন্দর থানা পুলিশ গত মঙ্গলবার পুলিশ তাদের আদালত থেকে রিমান্ডে আনেন। ডক শ্রমিক ফয়সাল হত্যা মামলায় নবীগঞ্জ এলাকার আলতাফ মাস্টারের ছেলে জাল পার্সপোর্ট সৃজনকারী সন্ত্রাসী র্যাব কর্তৃক ধৃত খন্দকার আজমল ওরফে বাবুকে ২দিনের ও তিনগাঁও এলাকার সেলিম মিয়ার ছেলে মৃদুলকে ১দিনের রিমান্ডে আনে। অপরদিকে গত সোমবার গ্রেফতারকৃত হোসিয়ারী শ্রমিক লিয়ন ও ছিনতাইকারী আয়নাল হত্যা মামলার মূল হোতা পিচ্ছি বুলেটকে ২ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে।

Post a Comment
Facebook Disqus