বার্তা নিউজ / ১৭ আগষ্ট ২০১৬ / জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৪ আগষ্ট রবিবার রাত ১১টার দিকে বন্দর থানার মুছাপুর ইউনিয়নের শাসনের বাগ এলাকায় একই পরিবারের ৩জনকে পিটিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা।আহতরা হলেন স্থানীয় সিরাজউদ্দিন মোল্লার ছেলে হাবিবুল্লাহ (২৩),বড় ভাই মনিরুল্লাহ (৩২)ও ভাবী নাজমা (২০)। পাশাপাশি বাড়ি-ঘর,ঘরের আসবাবপত্র ভাংচুর ও মোবাইল এবং ৫০হাজার টাকা লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
জানা গেছে, বন্দর থানার মুছাপুর ইউনিয়নের শাসনের বাগ এলাকায় জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ১৪ আগষ্ট রবিবার রাত ১১টার দিকে স্থানীয় নূরুল আমিন মোল্লা’র সন্ত্রাসী পুত্র শাহজাহান, বড় ভাই হান্নান, ছোট ভাই মিজান, বহিরাগত মতিউর রহমান ও তাহের আলীসহ একটি সন্ত্রাসী বাহিনীর দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে হাবিবুল্লাহ’র বাড়িতে হামলা চালায়। পাশাপাশি বাড়ি-ঘর,ঘরের আসবাবপত্র ভাংচুর ও মোবাইল এবং ঘরে রক্ষিত ৫০হাজার টাকা লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।কাঠের ডাসা দিয়ে পিটিয়ে আহত করা হয় একই পরিবারের ৩ জনকে। আহতরা হচ্ছেন সিরাজউদ্দিন মোল্লার ছেলে হাবিবুল্লাহ, বড় ভাই মনিরুল্লাহ ও ভাবী নাজমা।এসময় আহতদের আত্মচিৎকার শুনে এলাকাবাসী ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও মামলা নিচ্ছেনা পুলিশ।

Post a Comment
Facebook Disqus