বার্তা নিউজ / ১৮ আগষ্ট ২১০৬ / বন্দর থানার  শ্রেষ্ঠ বিদ্যাপিঠ বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের এইচ.এস.সি পরিক্ষায় ফলাফলে বন্দর থানায়  শ্রেষ্ঠত্ব অর্জন করে কলেজের সাফল্য বয়ে এনেছে। বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ ২১৫ জন ছাত্রী পরিক্ষা দিয়ে ১৯০ জন পাশ করেছে। পাশের হাড় ৮৮.৩৭%,  জি.পি.এ-৫ পেয়েছে ১২ জন। অন্যদিকে কদমরসুল কলেজ ৩৯৪ জন ছাত্র-ছাত্রী পরিক্ষা দিয়ে ২৯৬ জন পাশ করেছে। হাজী ইব্রাহীম আলমচান স্কুল এন্ড কলেজ পাশের হাড় ৮২.৮৪%, বিএম স্কুল এন্ড কলেজ ৭১.৪৩%, নাজিম উদ্দিন ভুইয়া স্কুল এন্ড কলেজ পাশের হাড় ৬০.২৩%। ফলাফলে নারায়ণগঞ্জ সদর-বন্দর এর মধ্যে বন্দর গার্লস স্কুল এন্ড কলেজই শ্রেষ্ঠ।  প্রতিষ্ঠানের সুযোগ্য সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমানের সুদক্ষ পরিচালনায় অধ্যক্ষ বদুরুজ্জামান ও শিক্ষক মন্ডলীর সু শিক্ষা, ছাত্রীদের প্রতি মনিটরিং করার কারনে বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ এই ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান ও অধ্যক্ষ বদুরুজ্জামান, গর্ভনিং বডির সদস্য মোঃ আনোয়ার হোসেন,সালাউদ্দিন ভর্’ইয়া, মোঃ হানিফ মিয়া, মোঃ সেলিম মিয়া, শেখ মইনিুল হক, কালী শংকর সরকার, রাণী সরকার, শাহাদাত হোসেন ভ’ইয়া ও সাজেদা ইসলামের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ প্রতিবারের ন্যায় এবারও এইচ.এস.সি পরিক্ষায় ফলাফলে সবাইকে তাক লাগিয়ে বিরাট সাফল্য অর্জন করে।


Post a Comment

Disqus