বার্তানিউজ / ৯ আগষ্ট ২০১৬ / সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাইকে এক দুর্বৃত্ত হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এ কথা জানান। নোয়াখালীর কোম্পানীগঞ্জের রাজাপুর গ্রামে পরিবার নিয়ে থাকেন মন্ত্রীর ছোট ভাই আবদুল কাদের মির্জা ।
তিনি বসুরহাট পৌরসভার মেয়র। আবদুল কাদের মির্জা বলেন, সোমবার রাত ৯টার দিকে আমার বাড়ির চালায় ঢিল নিক্ষেপ করে কে বা কারা। বিষয়টি দেখার জন্য গৃহ পরিচারিকাকে পাঠানো হয়। দরজা খুললে মুখোশ পরা এক ব্যক্তি ছুরি হাতে বলতে থাকেন, আমরা মেয়রকে হত্যা করার জন্য আসব, দরজা খুলে দিবা না হলে তোমাকেও হত্যা করব। ওই ঘটনার পরপর ওই বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা জহিরুল
Post a Comment
Facebook Disqus