বার্তানিউজ / ৯ আগষ্ট ২০১৬ / সৌদি নেতৃত্বে সন্ত্রাস বিরোধী জোট গঠনে সমর্থন যমুনা নিউজ : সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সৌদি আরবের নেতৃত্বে সন্ত্রাস বিরোধী ইসলামিক জোট গঠনের উদ্যোগকে সমর্থন দিয়ে স্বাগত জানিয়েছেন।
তিনি এ জোটের প্রতি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সৌদি মজলিশ-এ শূরার আমন্ত্রণে সৌদি আরব সফররত বিরোধীদলীয় নেতা সৌদি মজলিশ-এ শূরার ডেপুটি স্পিকার ডা. মোহাম্মদ আমিন আহমেদ জাফরির সাথে বৈঠককালে এ অভিমত ব্যক্ত করেন।
বৈঠককালে নূর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি, রওশন আরা মান্নান এমপি, সালাহউদ্দিন আহমেদ (মুক্তি) এমপি এবং সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্ উপস্থিত ছিলেন।
বিরোধীদলীয় নেতা বাংলাদেশ ও সৌদি আরবের জাতীয় সংসদের মধ্যে আন্তঃযোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন। তিনি ভ্রাতৃপ্রতিম দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশের জন্য সৌদি শ্রম-বাজার সম্প্রসারণে সৌদি সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়া গত ৮ আগস্ট জাতীয় সংসদের সফররত বিরোধীদলীয় প্রতিনিধিদল রিয়াদস্থ চেম্বার অব কর্মাস এর নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন। দু’দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বহুমাত্রিক সম্ভাবনা রয়েছে এবং এ সম্ভবানাকে কাজে লাগিয়ে উভয় পক্ষ লাভবান হতে পারে বলে বৈঠকে একমত পোষণ করা হয়।

Post a Comment
Facebook Disqus