বার্তা নিউজ / ৬ আগস্ট ২০১৬ / বন্দর থানা পুলিশ গত বিভিন্ন মামলায় ওয়ারেন্টভ’ক্ত ৫ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গত শুক্রবার রাতে বন্দরের স্বল্পেরচক ও পূর্ব হাজীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো বন্দরের স্বল্পেরচক এলাকার হাকিম মিয়ার ছেলে দিপু (২১), নাজির মিয়ার ছেলে রাকিব (২৩), নবী হোসেনের ছেলে সৌরভ (২০), সজিব (২২) ও মোঃ আলী মিয়ার ছেলে আলী আসলাম (৩০)। গতকাল শনিবার পুলিশ তাদের আদালতে প্রেরণ করে।


Post a Comment

Disqus