বার্তা নিউজ / ৬ আগস্ট ২০১৬ / মেঘনা নদীর মোহনার চরকিশোরগঞ্জে পিকনিকে গিয়ে গোসল করতে নেমে পানিতে ডুবে জুবায়ের হাসান ওয়ালিদ(১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে । নিহত জুবায়ের হাসান ওয়ালিদ বন্দরের রূপালী আবাসিক এলাকার  হোসিয়ারী ব্যবসায়ী মিলন মিয়ার ছেলে। সে বন্দরের রূপালী আবাসিক এলাকার মোতালেব টাওয়ারের কানযুল উলুম ক্যাডেট মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের ছাত্র। 
বন্দর খেয়াঘাট সংলগ্ন মাদ্রাসাটির সন্নিকটে  শীতলক্ষ্যা নদীতে বর্ষার থৈ থৈ পানি থাকা সত্ত্বেও ৬ ছাত্র নিয়ে কেন এখান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সোনারগাঁয়ের চরকিশোরগঞ্জের মেঘনা নদীতে গোসল করতে যাওয়া হয়েছিল তা  নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। শনিবার বন্দরের রূপালী আবাসিক এলাকায় স্থানীয় পঞ্চায়েত  বিষয়টি নিয়ে শালিস মীমাংশায় বসে বলে সূত্র জানায় । 
এলাকাবাসী জানান, সম্প্রতি বন্দরের মোতালেব টাওয়ারের তৃতীয় তলায় কানযুল উলুম ক্যাডেট মাদ্রাসা নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। বৃহস্পতিবার মাদ্রাসার ৭জন শিক্ষক ৬ শিক্ষার্থী নিয়ে সোনারগাঁয়ের চরকিশোরগঞ্জের মেঘনা নদীতে গোসল করতে যায়। গোসল শেষে সবাই উঠে এলেও নিখোঁজ রয় মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের ছাত্র জুবায়ের হাসান ওয়ালিদ। পরে স্থানীয় জেলেরা জাল ফেলে জুবায়েরের লাশ উদ্ধার করে। 
সরেজমিন প্রতিবেদনের জন্য শনিবার কানযুল উলুম ক্যাডেট মাদ্রাসায় গিয়ে মাদ্রাসাটি বন্ধ পাওয়া যায়। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের কাউকে পাওয়া যায়নি। পরে অধ্যক্ষ মুফতি মোঃ হাদিউজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জায়গা না থাকায় মাদ্রাসার  শিক্ষক ও ছাত্ররা খেলাধুলা করতে পারেনা। তাদের খেলাধুলা করানোর জন্য অভিভাবকদের অনুমতি ক্রমে বৃহস্পতিবার  ৬ ছাত্রকে মেঘনা নদীর চরকিশোরগঞ্জের চরে নিয়ে যাওয়া হয়। ফুটবল খেলার আগে শরীর ঠান্ডা করার জন্য শিক্ষক ও শিক্ষার্থীরা নদীতে নামে। পরে সবাই উঠে এলেও নিখোঁজ রয় জুবায়ের । 
নিহত জুবায়েরের বাবা মিলন মিয়া জানান, জুবায়ের সিদ্ধিরগঞ্জের তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা থেকে সম্প্রতি হাফেজি পড়া সমাপ্ত করে। এরপর শুনানীর জন্য জুবায়েরকে ৭ দিন আগে বন্দরের  কানযুল উলুম ক্যাডেট মাদ্রাসায় ভর্তি করা হয়। ছেলের অকাল মৃত্যুর জন্য তিনি কাউকে দায়ী করছেননা বলে জানান। এ দিকে শনিবার দুপুরে মোতালেব টাওয়ারে গিয়ে মাদ্রাসাটি তালাবদ্ধা অবস্থায় দেখা  গেছে। মোতালেব টাওয়ারের মালিক মোতালেব হোসেন জানান, ঘটনার পর থেকে মাদ্রাসাটি বন্ধ রয়েছে। 


Post a Comment

Disqus