বার্তা নিউজ / ১৮ আগষ্ট ২0১৬ /  বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার  ওয়ারেন্টভূক্ত ৪ পলাতক আসামী ও ২ মাদক সেবীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো বন্দর থানার নবীগঞ্জ টি হোসেন রোড এলাকার মোস্তফা মাসুদ মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী  মোঃ আলী (২৮) বন্দর থানার দেওয়ানবাগ এলাকার কলিম গাজী মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী রোকন গাজী (৩০) একই থানার দড়ি সোনাকান্দা এলাকার বড় জাহান মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী দ্বিন ইসলাম (৩২) ও রুপালী আবাসিক এলাকার কাশেম মোল্লা মিয়ার ছেলে পিটিশন নং-৫৬/১৬ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী রাশেদ ওরফে রাসু মোল্লা (৩০)। অপরধৃত মাদক সেবীরা হলো বন্দর থানার ১নং মাধবপাশা এলাকার রফিক মিয়ার মাদক সেবী ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩৭) ও নাসিক ২১নং ওয়ার্ডের সোনাকান্দা চৌধূরীপাড়া এলাকার মৃত শুক্কুর আলী মিয়ার ছেলে অপর মাদকসেবী শফিকুল ইসলাম (২৯)। ধৃত ৪ পলাতক আসামীকে পৃথক ওয়ারেন্ট ও অপরধৃত ২ মাদক সেবীকে পুলিশ আইনের ৩৪ ধারায় গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। 


Post a Comment

Disqus