বার্তা নিউজ / ১৮ আগষ্ট ২১০৬ / বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৭৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করলেও অপর মাদক ব্যবসায়ী ফারুক পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। গত বুধবারা রাতে বন্দর থানার সোমবাড়ীয়া বাজার এলাকায় ও গতকাল বৃহস্পতিবার সকালে নাসিক ১৯নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ লক্ষরচর এলাকায় মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে উল্ল্যেখিত মাদক উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, ধামগড় ফাঁড়ীর ইনচাঁজ এসআই মাজহারুল ইসলামসহ তার সঙ্গীয় র্ফোস গত বুধবার রাতে বন্দর থানার সোমবাড়িয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৬ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দেউলি চৌরাপাড়া এলাকার মৃত হাবিবুর রহমান হবি মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী জিল্লুর রহমান টিটু (৩০) ও একই এলাকার হুমায়ন কবির মিয়ার ইয়াবা ব্যবসায়ী ছেলে রিগ্যেন ওরফে জয় (২০)কে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ধামগড় ফাঁড়ীর ইনর্চাজ মাজহারুল ইসলাম বাদী হয়ে ধৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। অপর দিকে বন্দর থানার এএসআই মোঃ আলম সরোয়াদীসহ তার সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকালে মদনগঞ্জ লক্ষারচর মধ্যপাড়া এলাকার একাধিক মাদক মামলার আসামী ও চিহিৃত মাদক স¤্রাট ফারুক মিয়ার বাড়ীতে অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ তার নিজ ঘরে তল্লাশী চালিয়ে ১৯ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ওই সময় মাদক ব্যবসায়ী ফারুক বন্দর থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। মাদক স¤্রাট ফারুকের বাড়ী থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। এ রির্পোট লেখা পর্যন্ত ধৃত ২ ইয়াবা ব্যবসায়ীকে ৩৭(৮)১৬ নং মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

Post a Comment
Facebook Disqus