বার্তা নিউজ / ২১ আগষ্ট ২০১৬ /  নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকায় গতকাল শনিবার সকাল ১০ টায় পরিবেশ রক্ষার দাবীতে এইচ কে জি ষ্টীল মিলস লিঃ এর বিরুদ্ধে কয়েকটি গ্রামের লোকজন মিলে ঢাকাচট্টগ্রাম মহাসরকে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করে।  পিরোজপুর,জৈনপুর, মৃধাকান্দি ,চেঙ্গাকান্দি নয়াগাও সহ ১২ গ্রামের লোকজন এইচ কে জি ষ্টীল মিলের দুষিত কালো ধুয়ার কারনে অতিষ্ট । বিক্ষোভকারীরা জানায়   সকাল থেকে সন্ধা পর্যন্ত ষ্টীল মিল হতে নির্গত কালো বিষাক্ত ধুয়ায় ছেয়ে যায় পুরা এলাকা । এর প্রভাবে আমগাছের মুকুল,সবজীক্ষেত ক্ষতিগ্রস্থ হচ্ছে এমনকি নারিকেল গাছের ডাবে পানি পর্যন্ত থাকছেনা । গর্ভবতী মায়েরা ও বয়োবৃদ্ধ এবং ছোট ছোটশিশুরা স্বাস কষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে । এইচ কে জি ষ্টীল মিলের ম্যানেজার মোঃ আজমল হোসাইন এর হস্তক্ষেপে বিক্ষুদ্ধ জনতা শান্ত হলেও  কালো ধুয়া বন্ধে তিন দিনের সময় বেধে দেয়  এলাকা বাসী । অন্যথায় ঢাকা চট্টগ্রাম মহাসরক বন্ধকরে বিক্ষোভ মিছিল করার ঘোষনা দেয় তারা । 


Post a Comment

Disqus