বার্তা নিউজ / ২১ ‍আগষ্ট ২০১৬ /  নারায়ণগঞ্জ বন্দরে জেএমবি সদস্য জঙ্গী মোনায়েম মনা (৪৭) কে সিআইডি পুলিশ গ্রেফতার করেছে। গতকাল রোববার দুপুরে সিআইডি পুলিশ তাকে বন্দরের ফরাজীকান্দা এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জঙ্গী মনা একই এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ও ভারতের বর্ধমানে বোমা হামলায় জড়িত জঙ্গী সাজিদ ওরফে মাসুমের ভাই। জঙ্গী মনা এর আগেও বন্দর পুলিশ তাকে গ্রেফতার করেছিল। জামীনে এসে বন্দরের মদনগঞ্জে কেয়ারটেকার আতাউর হত্যায় সহায়তা করে। আতাউর হত্যা মামলায় সিআইডি জঙ্গীকে সিআইডি পুলিশ গ্রেফতার করে। বন্দর থানার ওসি আবুল কালাম বলেন জেএমবি সদস্য মনাকে সিআইডি পুলিশ গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হাজতে আটক রয়েছে।


Post a Comment

Disqus