নারায়ণগঞ্জ , বন্দর , সারা বাংলা বন্দরে মাদকসেবী ফরহাদ গ্রেপ্তার A+ A- Print Email বার্তা নিউজ / ২১ আগষ্ট ২০১৬ / বন্দর থানা পুলিশ গত শনিবার রাতে নবীগঞ্জ এলাকা থেকে মাদক সেবনের অপরাধে ফরহাদ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ফরহাদ একই এলাকার সাহাবুদ্দিন মিয়ার ছেলে। গতকাল রোববার পুলিশ তাকে ৩৪ ধারায় আদালতে প্রেরণ করে।
Post a Comment
Facebook Disqus