বার্তা নিউজ / ২১ আগষ্ট ২০১৬ / বন্দরের ধামগড়ে গত শনিবার গভীর রাতে ডা. নুরুজ্জামানের তুলার কারখানা ও দায়েন টেইলারের বাড়িতে অগ্নিকান্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। দীর্ঘ ৪ ঘন্টা চেষ্টার পর বন্দর ও ডেমরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকান্ডে টেইলার দায়েন মিয়ার বসত ঘর, ডা. নুরুজ্জামানের তুলার কারখানাসহ ৩টি গুদাম গুড়ে ছাই হয়ে যায়। বন্দর ফায়ার সার্ভিনের স্টেশন অফিসারসোহেল রানা বলেন, ীবদ্যতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতির পরিমান তদন্ত না করে বলা যাবে না।


Post a Comment

Disqus